গুরুদাসপুরে ২ হাজার ৭৪৪ টন বোরো চাউল সংগ্রহের সাফল্য

Spread the love

আবুল কালাম আজাদ: নাটোরেরর গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে গত ২০২৩-২৪ অর্থ বছরে  বোরো মওসুমে অভ্যন্তরিন বোরো ধান ও সেদ্দ চাল সংগ্রহ কর্মসুচির আওতায় লক্ষ্যমাত্রার শতভাগ সেদ্দ চাউল সংগ্রহের সফলতা অর্জন হয়েছে। উপজেলা খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান  জানান, ২০২৩-২৪  বোরো মওসুমে সেদ্দ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজ়ার  ৭৮৬ মেট্রিক টন, অর্জন হয়েছে ২ হাজার ৭৪৪ মেঃ টন (১০০% ) এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫৪৯ মেঃ টন  , অর্জন হয়েছে ২৭২ মেট্রিক টন (৫০%)। আগের বছরে সেদ্দ চাউল মাত্র ৪৪৮.৯৮০ টন এবং ধান ৩১.৩৬০ মেট্রি টন সংগ্রহ হয়েছিল।

খাদ্য পরিদর্শক আরো জানান, উপজেলার গুরুদাসপুর এবং চাচকৈড়ের ৪ টি খাদ্য গুদামের সাধারণ ধারণ ক্ষমতা ২ হাজার ২৫০ টন, কার্যকরি ধারণ ক্ষমতা ২ হাজার ৯০০ মেট্রিক টন। এ সংবাদ লেখার দিন পর্যন্ত গোডাউনে চাউল মজিদ আছে ২ হাজার ২৫ দশমিক ৯০৭ মেট্রিক টন, ধ্নের কোন মজুদ নাই।।

এবারে উপজেলার  নিন্ধিত  ৫২ জন রাইস হসকিং মিলারের ৫২ জন মিলারই তাদের নামে বরাদ্ধকৃত চাউল সরবরাহ করেছেন। আগের বছরে বেশিরভাগ মিলারই  বরদ্ধকৃত চাউল সরবরাহ করতে ব্যর্থ হয়েছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD