চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে অগ্নিকান্ডে ১১ টি দোকানে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
গত শুক্রবার রাত ৯ টা দিকে ছাইকোলা বাজারে রিয়াজ উদ্দিন মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৯টার দিকে মার্কেট বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে মার্কেটে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, ঔষধ ব্যবসায়ী আশরাফুল ইসলাম রশিদ, পাইকারি মুদি দোকান মাসুদ আহমেদ, ইলেকট্রিক ব্যবসায়ী রুবেল হোসেন, ইলেকট্রিক সাগর হোসেন, চাউল ও ভূমি ব্যবসায়ী আনিছুর রহমান, সার ব্যবসায়ী হানেফ হোসেন, সেলুন ব্যবসায়ী
রনি আহমেদ, সজিব, শাহজাহান, বোরহান। চারপাশে জানাজানি হলে মানুষ আগুন নেভানোর চেষ্টা চালায়। চাটমোহর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে দোকানে রাখা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এব্যাপারে ইউপি সদস্য মোঃ পিন্টু সরদার জানান, দোকান গুলো পুড়ে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল বাহিনী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা হবে বলে দাবি করেন। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।