তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার অফিসিয়াল ও ব্যাক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করে নানা সুবিধা দেবার কথা বলে চাঁদা দাবী করেছে। এ দিকে প্রতারনার বিষয়টি জানার পরপরই তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সকলকে সর্তক থাকার অনুরোধ করেছেন। পাশাপাশি শনিবার রাতে তাড়াশ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরীও করেছেন।
জানা গেছে, শনিবার বিকালে থেকে রবিবার দুপুর পর্যন্ত একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহীঅফিসার (ইউএনও) সুইচিং মং মারমার অফিসিয়াল ও ব্যাক্তি গত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করে নিজেকে ইউএনও দাবী করে উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন পন্যের ডিলার, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের কাছে মোটা অংকের টাকা দাবী করেন।
পরে বিষয়টি নিয়ে অনেকের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সাথে দেখা করে প্রতারনার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা জানান, তিনি ঘটনাটি জানার পর পরই সর্তকতামূলক ব্যবস্থা নেন। পাশাপাশি ওই রাতেই তাড়াশ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন।
তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রতারক চক্রকে সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।।