ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনা র ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল,২০০ ফিট কারেন্ট জাল ও ৭৫০ ফিট বাদাই জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আজ (২৪ আগস্ট) শনিবার দুপুরে উপজেলার দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের বিভিন্ন বিলে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী আযম,থানার এসআই সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারায় এই নিষিদ্ধ জালগুলো জব্দ করে তা জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার না করতে সবাইকে সতর্ক করা হয়।’