৩৬ শে জুলাই
এম. রেজাউল করিম হৃদয়
কোটা নাকি মেধা?
সরব উঠেছে রাজপথে
সাধারণ ছাত্র-জনতা
থাকবে কোন পথে?
নামো নামো রাস্তায় নামো
করতে হবে সংস্কার,
শিক্ষাঙ্গণ উত্তাল
রাজপথ ছাত্র জনতার।
বিক্ষোভ, প্রতিবাদ
দাবি তাদের কোটা সংস্কার
চোখ, মুখ বন্ধ করে
সাধারণ ছাত্র-জনতা,
প্রতিবাদে সরব রাজপথ সদা।
খালি হলো কত
মা-বোনের কোল,
কেউ হারালো ভাই,
কেউ হারালো বোন
কেউবা হারালো আত্নীয় স্বজন।
ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে ছাত্র-জনতার লাশ,
র্য্যাব, পুলিশ, বিজিবি
টহল দিচ্ছে সারা দ্যাশ।
দেশব্যাপি জারি হয়েছে কারফিউ,
কেউ ব্যাচ পরছে কালো পালন করছে শোক,
চোখ মুখে বেধেছে
লাল কাপড় অনেক লোক।
অবশেষে কারফিউয়ের
মাঝে ছাত্র-জনতার
দফা এক,
শেখ হাসিনা করল পদত্যাগ।
শহীদ হয়েছে আবু সাইদ,
মুগ্ধ ও আরো অনেকে,
বাংলাদেশ দ্বিতীয় বার
স্বাধীন হয়েছে
ছাত্র-জনতার রোশে।
৩৬ শে জুলাই
আমরা তোমাকে ভুলি নাই।