মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রসাশনের সহযোগিতায় ওই কমশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান বিপিএম বার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ তরিকুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার মাহবুবল আলম,মডেল কেয়ারটেকার আব্দুল মাজিদ, আব্দুল লতিফ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। কমশালায় বিভিন্ন মসজিদের ইমামগন অংশগ্রহন করেন।
ReplyReply allForward
|