তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পাঁচ দিন যাবত অফিস করেন না মাধাই নগর ইউনিয়ন সহকারী ভূমি কর্ম কর্তা সেলিম রেজা । ফলে ঐ অফিসে প্রতি দিন ভূমি করের দাখিলা, নামজারির প্রবিবেদন সহ নানা সেবা নিতে আসা প্রজা গন হয়রানির স্বীকার হচ্ছেন।
জানাগেছে, মাধাই নগর ইউনিয়ন ভূমি অফিস ওয়াশীন কার্যালয়ে সেলিম রেজা নামের এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গত বছরের ৩ ডিসেম্বর যোগদান করেন। ইউনিয়নের মাদারজানি গ্রামের প্রজা শহিদুল ইসলাম সহ একাধিক প্রজার অভিযোগ যোগদানের পর থেকেই তিনি সপ্তাহে ১-২ দিন অফিসে অনুপস্থিত থাকেন। এখুন আবার একটানা পাঁচ দিন ধরে তিনি অফিসে নেই। ভূমি কর দিতে আসা ভাদশ গ্রমের আব্দু রাজ্জাক জানান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজা অফিসে না থাকায় আজ দিয়ে পাঁচ দিন ফিরে যাচ্ছি। আমার মত প্রতি দিন ৫০-৬০ জন প্রজা হয়রানির স্বীকার হচ্ছেন।ওই অফিসের পিয়ন আব্দুল হামিদ জানান, পাঁচ দিন ধরে কর্ম কর্তা না থাকায় অনেক কাজ আটকে আছে।
এ ব্যাপারে মাধাই নগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজা জানান, আজ মঙ্গল বার সামান্য অসুস্থতার জন্য অফিসে যেতে পারিনি। তবে মাঝে মধ্যেই অনুপস্থিত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বলেন, মাধাই নগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজাকে সম্প্রতি তাড়াশ সদর ইউনিয়ন ভূমি অফিসে ডেপুটেশনে দেয়া হয়েছে। তাকে দুই অফিসেই তালিকা লাগিয়ে দিতে নির্দেশ দেয়া হবে। কোন কোন দিন কোথায় অফিস করবেন। এতে প্রজা হয়রানী কমে যাবে।