শরীফ খন্দকার
আমি কবি,নিজেই লিখি কবিতা,ছড়া,গল্প। নিজেই নিজের কবিতা পড়ি|
নিজেই সকলকে পড়ে শুনাই।
যদি ডাক আসে কোন
স্বরচিত কবিতা পাঠের আসরে।
সত্যি, পেয়ে যাই আমন্ত্রণ!
ছুটে যাই সেই মহামিলনের তীর্থে!
কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করছে!
একের পর এক মঞ্চে কবিদের ডাক পড়ছে।
সকলের মত আমিও শুনছি, আর বিমোহিত হচ্ছি! সহসা,
আমার ডাক পড়তেই হতচকিত হয়ে যাই!
ধীর পায়ে এগিয়ে যাই ডায়াসের দিকে।
দুরু দুরু বুকে শুরু করি নিজের রচিত কবিতা। উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে শুনাই আগত গুণীজনদের।
ধন্য মনে করি নিজেকে!
নিজ লেখা কবিতা নিজে পড়ে আত্মতৃপ্তি পাই । আনন্দিত হই। নতুন করে লেখার স্পৃহা পাই।নতুন করে জেগে উঠি! উৎসাহিত হই, নতুন কোন কবিতার আসরে, নিজেকে উপস্থাপন করতে।
সেই ভরসায় সেই আশায় নিমগ্ন হই নতুন নতুন কবিতা রচনা করতে!