গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ প্রমূখ। সেমিনারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা, খাবার হোটেলগুলোর পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা এবং ওজনে কম দিয়ে ভোক্তাদেরকে না ঠকানোর অনুরোধ জানানো হয়। সেমিনারে ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#