জি,এম স্বপ্না :
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ শেরেবাংলা গোল্ডেন পদক পেয়ে রায়গঞ্জে সাংবাদিকদের
মুখ উজ্জ করলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকার কাকরাইল হোটেল অরনেটে শেরে বাংলা এ, কে ফজলুল হক গবেষণা পবিষদের
উদ্যোগে এক আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠান শেষে গুণীজনদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। এ সময় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক এ পদক করেন।
Attachments area