গুরুদাসপুরে পঞ্চম ধাপে ৬ ইউপি  ৩৩২ প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন

Spread the love

আবুল কালাম আজাদ।।

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।সময় আসন্ন,  চলছে ক্ষন গননা। তোড়জোড় চলছে সকল প্রার্থীর নির্বাচনী প্রচার- প্রচারনা।ইতোমধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিক বরদ্দ শেষে উপজেলা নির্বাচন অফিস ৫ জানুয়ারি ভোট গ্রহনের জন্যে্ প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার  এবং আইনশৃংখলা বাহিনীর নিয়োগ এবং প্রশিক্ষনের কাজও শেষ করেছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়- উপজেলার ৬ ইউনিয়নে  কেন্দ্র ৬৫ টি,ভোত গ্রহন কক্ষ ৪৩৩ টি।  ভোটার সংখ্যা পুরুষ ৭১ হাজার ৫৪১ জন এবং মহিলা ৭০ হাজার ৫৫২ জনসহ মোট ১ লাখ ৪২ হাজার ৮৩ জন। প্রতি ইউনিয়নে কেন্দ্র ও ভোটার সংখ্যা-নাজিরপুর কেন্দ্র ১৪ টি, ভোটার  পুরুষ ১৫৬৬০ ,মহিলা ১৫৫৬০ জনসহ মোট ৩১২২০জন( একমাত্র এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে), বিয়াঘাট  কেন্দ্র ৯ টি, ভোটার  -পুরুষ ৯৪৯১, মহিলা ৯৩০২জনসহ মোট  ১৮৭৯৩ জন। খুবজিপুর কেন্দ্র ৯ টি, ভোটার – পুরুষ ৭১৯৫, মহিলা ৬৯৬৫জনসহ মোট ১৪১৬০জন। মশিন্দা কেন্দ্র ১১ টি, ভোটার – পুরুষ ১২৯৩৩,  মহিলা ১২৭৩৫ জনসহ মোট ২৫৬৬৮ জন। ধারাবারিষা কেন্দ্র ১১ টি,ভোটার – পুরুষ ১২৪১২, মহিলা ১২৩৩৩জনসহ মোট ২৪৮২৫ জন এবং চাপিলা  ইউনিয়নে কেন্দ্র ১১ টি, ভোটার –পুরুষ ১৩৭৭০, মহলা ১৩৬৪৭ জনসহ মোট ২৭৪১৭ জন।

গুরুদাসপুরে পঞ্চম ধাপে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ২৭, সংরক্ষিত ৭৮ ও সাধারণ মেম্বর পদে ২৩৭ জনসহ ৩৩২ প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। নির্বাচন অফিস থেকে পাওয়া তালিকা মোতাবেক চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন মেম্বর পদে প্রার্থীরা হচ্ছেন-

নাজিরপুর ইউনিয়নঃ  

চেয়ারম্যান পদে প্রার্থীঃ-  (৬জন)-মোস্তাফিজুর রহমান (আনারস),আয়ুব আলী ( মোটর সাইকেল),আব্দুল মজিদ( টেলিফোন), গোলাম রসুল (ঘোড়া),শওকতরানা লাবু( চশমা) এবং শরিফুল ইসলাম ( নৌকা) ।

সংরক্ষিত প্রার্থী- ১ নং ওয়ার্ডে জাহেদা (বক), ফাহিমা ( তালগাছ), শাহরিয়ার নাজনিন ( মাইক);  ২   নং ওয়ার্ডে – চম্পা ( সূর্যমুখি ফুল),বাবলি (তাল গাছ),শিরিন ( হেলিকপ্টার), শিল্পি ( বক),৩ নং ওয়ার্ডে -জরিনা ( মাইক), চামেলি ( বক),রহিমা( সূর্যমুখি ফুল),হোসনেয়ারা ( তালগাছ),সুকজান ( কলম); সাধারন মেম্বর প্রার্থী- ১নং ওয়ার্ডে-আকমান (ভ্যান গাড়ি),ইসাহাক ( মোরগ), মতিউর ( টিউবওয়েল) , মাবুদ ( তালা),শাহাদত ( বৈদ্যুতিক পাখা),শাহমামুদ ( ফুটবল),সাইদুল ( আপেল); ২  নং ওয়ার্ড- দেলবর ( টিউবওয়েল), কাচন ( মোরগ),রতন ( ফুটবল),হাফিজুর ( তালা); ৩ নং ওয়ার্ড-লুতফর ( টিউবওয়েল) ,ইসমাইল ( ফুটবল),স্বপন ( মোরগ) ; ৪ নং ওয়ার্ডে-আহসান হাবিব ( টিউবওয়েল), আনারুল মোরগ), হাবিবুর ( ফুটবল), হান্নান সরকার ( তালা); ৫ নং ওয়ার্ডে – রউফ ( ফুটবল),নুরুল ইসলাম ( মোরগ), মছলেম( বৈদ্যুতিক পাখা), হাফিজুর ( টিউবওয়েল) ;৬ নং ওয়ার্ডে- নেপাল হালদার ( তালা), আয়ুব ( মোরগ), কবির বিশ্বাস (ভ্যান গাড়ি), গোলাম মস্তফা ( টিউবওয়েল),মুছাব্বের ( আপেল), শহিদুল ( ফুটবল) ,শামসুল শাহ ( বৈদ্যুতিক পাখা),; ৭ নং ওয়ার্ডে- আক্কাস সরদার ( মোরগ), আলতাব ( টিউবওয়েল),ফজলুল হক (ফুটবল), হান্নান (  আপেল) ; ৮নং ওয়ার্ডে- আলমগির ( ভ্যান),দানিউল ( ফুটবল),মন্টু ( তালা),মহসিন (টিউবওয়েল), মিজানুর রহমান উজ্জ্বল ( ঘুড়ি), শফিকুল  (মোরগ), সমেজ ( আপেল),শহিদুল ( বৈদ্যুতিক পাখা); এবং ৯ নং ওয়ার্ডে- মসলেম ( মোরগ), শফিকুল ( ফুটবল), শমসের মন্ডল ( টিউবওয়েল)।

বিয়াঘাট ইউনিয়নঃ

চেয়ারম্যান পদে প্রার্থী- আবু ইউনুস আলী ( আনারস), আব্দুর রশিদ মৃধা ( চশমা), ফারুক হোসেন ( হাত পাখা), মিজানুর রহমান ( মোটরসাইকেল), মোজাম্মেল হক ( নৌকা), শফিকুল ইসলাম ( টেবিল ফ্যান), শাহাদত হোসাইন ( টেলিফোন), সাহাবুদ্দিন ( ঘোড়া)।

সংরক্ষিত প্রার্থী – ১ নং ওয়ার্ডে- নুরজাহান ( বক), ফাহমিদা রুপা ( হেলিকপ্টার), নদি ( কলম), সাবিনা ( তাল গাছ), সুর্য বেগম  ( সুর্যমুখি ফুল), সেলিনা ( মাইক), রোজিনা ( জিরাফ); ২ নং ওয়ার্ডে- আনোয়ারা ( সুর্যমুখি ফুল), আম্বিয়া ( বই), নার্গিস( জিরাফ), রিজিয়া ( বক), রাশিদা ( তালগাছ), সাহিদা ( মাইক), হামিদা ( হেলিকপ্টার); ৩ নং ওয়ার্ডে- দিলরুবা (মাইক), মর্জিনা ( হেলিকপ্টার), মিনা ( তালগাছ), মুর্শিদা ( বক)।

সাধারন মেম্বর প্রার্থী- ১নং ওয়ার্ডে মান্নান মোল্লা ( টিউব ওয়েল), জিন্নাত আলী (ফুটবল), জিয়াউর রহমান ( মোরগ),; ২ নং ওয়ার্ডে- আব্দুল্লাহ ( ফুটবল), আরশেদ (বৈদ্যুতিক পাখা), সাইফুল ( টিউব ওয়েল); ৩ নং ওয়ার্দে- আবু বক্কার  সেন্টু ( মোরগ), আবু বক্কার ( তালা),কামাল ( আপেল),নুরইসলাম ( টিউবওয়েল),নুর ইসলাম ( ফুটবল);৪ নং ওয়ার্ডে- মালেক ( ফুটবল), নান্নু ( তালা), ফয়জাল সরদার (টিউবওয়েল), হান্নান (ঘুড়ি),হবিবর( মোরগ); ৫ নং ওয়ার্ডে- আজিজুল ( মোরগ), আরিফুল (বৈদ্যুতিক পাখা), ছানোয়ার ( টিউব ওয়েল), রুহুল আমিন ( ফুটবল); ৬ নং ওয়ার্ডে- বাবলুর রহমান ( মোরগ), শরিফুল ( ফুটবল), স্বপন ( টিউব ওয়েল); ৭ নং ওয়ার্ডে- আব্দুর  রহিম ( দুলাল) [টিউব ওয়েল)], আবুল হোসেন ( তালা), দুলাল মন্ডল ( আপেল),বেলাল ( মোরগ),  রজব আলি ( ফুটবল); ৮ নং ওয়ার্ডে- আয়ুব আলি (মোরগ), মজনু ( তালা), মোবারক ( টিউব ওয়েল), রেজাউল ( ভ্যান), রিপন বিশ্বাস ( ক্রিকেট ব্যাট), সোহরাব ( ফুটবল); ৯ নং ওয়ার্ডে- আজিজুল হক সরদার ( মোরগ),আমানত ( বৈদ্যুতিক পাখা), আলতাব ( ফুটবল) এবং হাবিবুর ( টিউব ওয়েল)।

খুবজিপুর ইউনিয়নঃ-

চেয়ারম্যান প্রার্থী-আসগর হোসেন ( ঘোড়া), মনিরুল ইসলাম ( নৌকা) ।

সংরক্ষিত পদে প্রার্থী- ১নং ওয়ার্ডে- জোসনা বেগম( তালগাছ),মুক্তা সরকার ( বক),; ২ নং ওয়ার্ডে- ফরিদা  পারভিন ( বক), মাজেদা ( হেলিকপ্টার),শাহিদা ( তালগাছ); ৩ নং ওয়ার্ডে- আয়শা ( মাইক) ,আয়শা ( হেলিকপ্টার), জয়নব ( বক), শ্যামা (সূর্যমুখি ফুল),শ্যামলি ( তালগাছ)।

সাধারন মেম্বর প্রার্থিঃ-১ নং ওয়ার্ডে-আমির  হোসেন ( টিউব ওয়েল) ময়েন উদ্দিন ( ফুটবল), রুহুল আমিন (মোরগ);২ নং ওয়ার্ডে- ফারুক ( মোরগ), শাহ আলম ( ফুটবল),হাসান আলী ( তালা); ৩ নং ওয়ার্ডে- আমিনুল (ফুটবল), জিল্লুর ( টিউব ওয়েল), রফিকুল বৈদ্যুতিক পাখা), সৈয়দ আলি ( মোরগ); ৪ নং ওয়ার্ডে- আনিছুর রহমান ( মোরগ) আব্দুস সামাদ (টিউব ওয়েল), ছলিম উদ্দিন ( ভ্যান), নজরুল ( তালা), বেলাল ( ফুটবল); ৫নং ওয়ার্ডে-মোন্নাফ ( টিউব ওয়েল),শফিকুল (মোরগ), সিদ্দিক মৃধা ( ফুটবল);৬ নং ওয়ার্ডে- দুলাল ফকির ( টিউবওয়েল),আশরাফ  সরদার (মোরগ), আশরাফ ( ফুটবল),রজব ( বৈদ্যুতিক  পাখা), সাজেদুর (তালা); ৭ নং ওয়ার্ডে- রফিকুল ( আপেল), শামসুল হক ( মোরগ), সাজেদুর ( টিউবওয়েল); ৮ নং ওয়ার্ডে- মজিদ ( টিউবওয়েল),অয়জুল ( বৈদ্যুতিক পাখা), সামাদ সরকার( মোরগ), মন্টু ভক্তি ( তালা), হাসিনুর ( ফুটবল); ৯ নং ওয়ার্ডে- আলিম ( টিউবওয়েল),  ইমন ( তালা), নান্নু শিকদার ( ফুটবল), এবং শাহিন  (মোরগ)।

মশিন্দা ইউনিয়নঃ-

চেয়ারম্যান প্রার্থী- আব্দুল বারী ( ঘোড়া), মোস্তাফিজুর রহমান ( নৌকা)।

সংরক্ষিত প্রার্থী-১ নং ওয়ার্ডে আকলিমা ( হেলিকপ্টার), আ্নজুয়ারা ( জিরাফ),মাজেদা ( তালগাছ), সহিদা ( ক্যামেরা), হালিমা ( বক), রহিমা ( মাইক); ২ নং ওয়ার্ডে- রোকেয়া ( তালগাছ), নার্গিস ( মাইক), মর্জিনা ( বক), মারজিয়া ( হেলিকপ্টার); ৩ নং ওয়ার্ডে- ফিরোজা ( মাইক), বেবি ( হেলিকপ্টার), রওশনারা ( সুর্যমুখী ফুল), হালিমা (তালগাছ)।

সাধারন মেম্বর প্রার্থী-১ নং ওয়ার্ডে আরিফুল ( ফুটবল), সেলিম জাহাংগির( টিউবওয়েল), কামাল ( মোরগ), রবিউল ( তালা),;  ২ নং ওয়ার্ডে- আজিম উদ্দিন ( বৈদ্যুতিক পাখা), ইনামুল( টিউবওয়েল), সেলিম ( তালা), বাচ্চু মোল্লা ( মোরগ), মজনু ( ফুটবল);৩ নং ওয়ার্ডে- আজিজুল ( মোরগ), ইউসুব ফকির ( বৈদ্যুতিক পাখা),উজ্জল ( টিউবওয়েল), জুলফিকার রহমান ভুট্রো( আপেল), ময়নাল ( তালা), সাইদুল ( ফুটবল); ৪ নং ওয়ার্ডে- আব্দুল কুদ্দুস ( ফুটবল), ফিরোজ সরকার ( মোরগ), সালামত ( বৈদ্যুতিক পাখা);৫ নং ওয়ার্ডে- ছাইফুল ( তালা), ফরিদ সরদার (  টিউবওয়েল), মাসুদ মন্ডল (মোরগ), শাহাদত ( ফুটবল);৬ নং ওয়ার্ডে- আঃ জাব্বার ( তালা), আঃ রশিদ ( ফুটবল), ইদ্রিস ( টিউবওয়েল), শহিদুল ( মোরগ; ৭ নং ওয়ার্ডে- আঃ রউফ ( টিউবওয়েল), আলাউদ্দিন ( তালা), মিজানুর রহমান ( ফুটবল), জাকির ( মোরগ); ৮ নং ওয়ার্ডে- ইদ্দিছ ( ফুটবল), ছাইদুল ( ভ্যান), জহির উদ্দিন ( টিউবওয়েল), রাশিদুল ( মোরগ);  এবং ৯ নং ওয়ার্ডে-  জাহিদুল ( মোরগ),মোজাহার ( টিউবওয়েল), জয়নাল ( বৈদ্যুতিক পাখা), শহিদুল ( ফুটবল)।

ধারাবারিষা ইউনিয়নঃ

চেয়ারম্যান পদপ্রার্থী-হাজেদা বেগম ( ঘোড়া), আব্দুল মতিন ( নৌকা)।

সংরক্ষিত পদপ্রার্থী- ১ নং ওয়ার্ডে- চম্পা ( বই),ফিরোজা ( সুর্যমুখি ফুল), বিউটি ( হেলিকপ্টার), রশিদা ( তালগাছ), সুফিয়া ( কলম)।

সাধারন মেম্বর প্রার্থী- ১ নং ওয়ার্ডে চম্পা ( বই),ফিরোজা ( সূর্যমুখি ফুল),বিউটি ( হেলিকপ্টার),  রশিদা (তালগাছ), সুফিয়া ( কলম); ২নং ওয়ার্ডে- বিউটি ( মাইক), মর্জিনা ( তালগাছ), রত্না ( জিরাফ), লাবনি ( সুর্যমুখি ফুল), শিমা আক্তার( হেলিকপ্টার); ৩ নং ওয়ার্ডে- জুলেখা (  সুর্যমুখি ফুল), মাছুরা ( মাইক), শেমলি ( হেলিকপ্টার),সাহেরা ( তালগাছ)।

সাধারন মেম্বর প্রার্থী- ১নং ওয়ার্ড আহম্মদ ( তালা), মোবারক ( মোরগ), সামিম রেজা ( টিউবওয়েল),রায়হান ( আপেল), হান্নান ( ফুটবল); ২ নং ওয়ার্ড- আফাজ উদ্দিন ( তালা), আ; গফুর ( আপেল), আবু বক্কার (টিউবওয়েল),আয়নাল ( ফুটবল) , তারিকুল ( মোরগ) সাইদুল ( ভ্যান);৩ নং ওয়ার্ড- আকবর(বৈদ্যুতিক পাখা), আলম ( মোরগ), আলম ( তালা),জুয়েল ( ফুটবল),মোশারফ( টিউবওয়েল);৪ নং ওয়ার্ড- কাদের (টিউবওয়েল), রবিউল ( মোরগ), শুকুর (ফুটবল); ৫ নং ওয়ার্ড- আজিজুল মোরগ), রাব্বি ( বৈদ্যুতিক পাখা)সেলিম রেজা (ফুটবল), হাফিজুল ( তালা; ৬ নং ওয়ার্ড- আসাদুজ্জামান নুর ( টিউবওয়েল), কামরুজ্জামান ( ফুটবল), মাহাবুবুর ( মোরগ),; ৭ নং ওয়ার্ড- হালিম ( ফুটবল),আলাল ( তালা), রফিক (মোরগ), লালন কবিরাজ ( টিউবওয়েল), শাহিন ( বৈদ্যুতিক পাখা); ৮ নং ওয়ার্ড- আমিরুল ( টিউবওয়েল), ইয়াকুব ( তালা), মতিউর (মোরগ), মানিক ( ফুটবল); এবং ৯ নং ওয়ার্ড- আজাহার মোরগ), ইবাদ আলি ফকির ( তালা) মোতাহার ( ফুটবল), হাজী সেলিম ( টিউবওয়েল)।

চাপিলা ইউনিয়নঃ

চেয়ারম্যান প্রার্থী- আলাল উদ্দিন ( নৌকা), ইয়াকুব আলী ( ঘোড়া), জাফর ইকবাল ( নয়ন) [ আনারস], মাহবুবুর রহমান ( মো্টর সাইকেল),শাহজাহান আলী ( হাত পাখা), শাহ আলম ( অটো রিক্সা), হেদায়েতুল্লাহ ( চশমা)।

সংরক্ষিত প্রার্থী- ১নং ওয়ার্ড আম্বিয়া ( বক) , মমেনা (তালগাছ), মরিয়ম ( সুর্যমুখি ফুল), শিরিনা ( মাইক), শাহনাজ ( হেলিকপ্টার); ২নং  ওয়ার্ড – নাজমা ( মাইক) , রওশনারা ( সুর্যমুখি ফুল), রহিমা ( হেলিকপ্টার); ৩ নং ওয়ার্ড- আদরী ( বক), কাজলী রানী (হেলিকপ্টার), জহুরা ( কলম), নুরুন্নাহার ( মাইক), বুলবুলি ( সুর্যমুখি ফুল), বাসনা রানী ( তালগাছ)।

সাধারন মেম্বর প্রার্থী- ১ নং ওয়ার্ড আবুল হাসান ( তালা),কাইয়ুম মাহমুদ( বৈদ্যুতিক পাখা) জেকের হসেন ( আপেল), রবিন ( মোরগ), জাকির হোসেন ( টিউবওয়েল), সায়েম (ফুটবল); ২নং ওয়ার্ড- নজরুল ইসলাম ( ফুটবল), রতন ( মোরগ),শিহাব ( তালা); ৩নং অয়ার্ড- আঃ আলিম ( তালা), আঃ মমিন ( ঘূড়ি), আশরাফুল ( টিউবওয়েল),জমশেদ( ফুটবল), জিল্লুর ( মোরগ), ফরহাদ ( লাটিম) , মোশারফ ( আপেল),লুতফর রহমান ( বৈদ্যুতিক পাখা); ৪ নং ওয়ার্ড- খলিলুর রহমান ( ফুটবল), গোলাম হোসেন ( তালা) , ফুরকান (মোরগ), বেলাল ( টিউবওয়েল); ৫ নং ওয়ার্ড- আঃ রহমান( মোরগ), মনিরুজ্জামান ( টিউবওয়েল), সাইফুল ( ফুটবল),; ৬ নং ওয়ার্ড- আঃ গফুর ( ফুটবল),আঃ রহমান ( টিউবওয়েল), শরিফুল ( তালা), সাখাওয়াত (মোরগ); ৭ নং ওয়ার্ড- আঃ খালেক ( ফুটবল), আঃ হান্নান ( মোরগ), জিল্লুর রহমান( তালা); ৮নং  ওয়ার্ড- আয়ুব ( ফুটবল), এরশাদ (ভ্যান), ছায়ফুল ( মোরগ),শাহাদত ( লাটিম); এবং  ৯ নং ওয়ার্ড – কামরুল ( আপেল), কামাল ( মোরগ), জাকারিয়া (টিউবওয়েল),নিজাম ( বৈদ্যুতিক পাখা), বাবর আলী ( ফুটবল) এবং রফিকুল ( তালা)।

# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর , নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ # ১/১/২০২২ #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD