এম এ মাজিদ : মানুষ মানুষের জন্য.. এ কথাটি বর্তমান সমাজে যেন অতিত হতে চলেছে। সমাজের অবহেলিত শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়ে এই কথাটির সত্যতা প্রমান করলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম।
অন্য বছরগুলোতে যেখানে ভরা শীত মৌসুমে দাঁেড় দাঁড়ে ঘুরেও কম্বল পায়নি সমাজের অসহায় মানুষগুলো। কিন্ত এবছর তার ব্যতিক্রম। শীতের আগমনের শুরুতেই তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে অসহায় শীতার্থ মানুষগুলোর মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন।
গত সোম,মঙ্গল ও বুধবার তিনদিন তাড়াশ পৌর এলাকার উত্তর ও পশ্চিম ওয়াবদাবাঁধসহ উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শীতার্থদের হাতে কম্বল তুলে দেন তিনি।কম্বল হাতে পেয়ে অসহায় বৃদ্ধ জয়গন বেগম আবেগআপ্লত হয়ে বলেন, শীত এলেই ১টি কম্বলের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কম্বল পায়নি। আর এবার শীতের শুরুতেই বাড়িতে এসে কম্বল দিচ্ছেন ইউএনও স্যার, এতে আমরা আনন্দিত। এবছর শীতে কষ্ট করতে হবে না আমাদের এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম বলেন, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।