ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের স্বামী স্ত্রী দু’জন দম্পতি করোনা ভাইরাস আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার ২৮ এপ্রিল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে এ ঘোষণা দেন। এসময়ে করোনা আক্রান্তের বাড়ি লাল কাপড় টানানো হয়। চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানান, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে আলম হোসেন (৩০) ও তার স্ত্রী শাকিলা খাতুন (২৭) তারা গাজীপুরে গার্মেন্টস চাকুরি করতেন। ১৭ এপ্রিল রাতে গাজীপুর থেকে ট্রাক যোগে পালিয়ে বাড়িতে আসেন।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবগত করলে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। কিন্তু তাদের শরীরে সামান্য জ্বর দেখা দিলে গত ২৩ তারিখে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাবনা পিবিইএর মাধ্যমে রাজশাহী পাঠানো হয়। ২৭ এপ্রিল এদের রেজাল্ট পজেটিভ আসে। উপজেলায় এই প্রথম দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম জানান, গত ২৭ এপ্রিল পর্যন্ত এ উপজেলা থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬ জনের পরীক্ষার রির্পোট এসেছে। তার মধ্যে ২৪ জনের নেগেটিভ ও দুই জনের পজিটিভ এসেছে। বাকী চারজনের রির্পোট এখনো হতে আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজামান বলেন, করোনা সনাক্ত হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ঐ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।