মহাসড়কে কোন দেশের গতিসীমা কত?

Spread the love

একনজরে দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশের মহাসড়কে গতিসীমা কত৷

বাংলাদেশ

২০১৫ সালের ১১ই আগস্ট বাংলাদেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ বাস-মিনিবাসের সর্বোচ্চ গতি ঠিক করা আছে ঘণ্টায় ৫৫ কিলোমিটার৷

ভারত

ভারতের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার৷ যমুনা এক্সপ্রেসওয়েতে এই গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার৷

পাকিস্তান

এই দেশে মহাসড়কে গতিসীমা প্রতিঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার৷

জার্মানি

জার্মান অটোবানে সাধারণভাবে কোনো গতিসীমা নেই৷ বলতে কি, গোটা ইউরোপের মধ্যে একমাত্র জার্মান মোটরওয়েতেই যত খুশি স্পিডে গাড়ি চালানো যায়৷ অটোবানে ঘণ্টায় ৬০ কিলোমিটারের নীচে গাড়ি চালানোর নিয়ম নেই (যদি না নির্দেশ দেওয়া থাকে)৷ সাধারণভাবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়৷ অবশ্য কিছুক্ষেত্রে গতিসীমা নির্ধারিতও থাকে৷

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার৷

ফ্রান্স

দেশটিতে মহাসড়কে প্রতিঘণ্টায় গতিসীমা ১১০ থেকে ১৩০ কিলোমিটার নির্ধারিত আছে৷ তবে বর্ষাকালে গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমটারের বেশি নয়৷

নেদারল্যান্ডস

এখানে মহাসড়কগুলোতে প্রতিঘণ্টায় গতিসীমা ১৩০ কিলোমিটার৷

অস্ট্রেলিয়া

মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার৷

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গতিসীমা প্রতি ঘণ্টায় ৯৭ থেকে ১৩৭ কিলোমিটার নির্ধারণ করা আছে৷ টেক্সাসের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১৩৭ কিলোমিটার৷

ব্রাজিল

ব্রাজিলে মহাসড়কগুলোতে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার৷

ক্যানাডা

ক্যানাডায় মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৭০ থেকে ১২০ কিলোমিটার৷

জাপান

মহাসড়কে প্রতিঘণ্টায় গতিসীমা ৮০ থেকে ১১০ কিলোমিটার৷

দক্ষিণ কোরিয়া

এখানে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার৷

চীন

চীনের মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১২০ কিলোমিটার৷

সৌদি আরব

মক্কা-মদীনা মহাসড়কে গতিসীমা ঘন্টায় ১৪০ কিলোমিটার৷

সংযুক্ত আরব আমিরাত

সেখানে মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১০০ থেকে ১৬০ কিলোমিটার নির্ধারিত করা আছে৷

সুত্র: অনলাইন

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD