ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়  — রফিকুল ইসলাম খান

Spread the love
জি,এম স্বপ্না :
 জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,ফ্যাসিবাদী হাসিনা সরকারের মিথ্যা মামলায় ১৫ বছর ৭ মাস পর কারাগার থেকে মুক্তি হয়েছি।শেখ হাসিনা দেশের লাখ লাখ মানুষকে গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল।কিন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।তিনি বলেন,ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্তু রক্ত পিপাসু শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংশ করে,খুনিবাহিনী, পুলিশ,বিডিআর,ছাত্রলীগ,যুবলীগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে শেষে নিজেই দেশ থেকে বিতাড়িত হলেন।সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আরও বলেন,রাজাকারের বাচ্চা শ্লোগানই শেখ হাসিনার পতন হয়েছে। ১৯৭১ সালে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছিল। আর দেশের জন্য এবারে যারা প্রাণ দিলেন তারা হলেন স্বাধীন যোদ্ধা। শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আক্ষেপ করে আরও বলেন,আমার বাবা,চাচা,বড় ভাই,বোন,ফুফু  মারা গেলেও তাদের দেখার জন্য জেলখানা থেকে ছাড় দেয় নি। রাজবন্দি হলেও বেড়ি পরিয়ে আমাকে কোর্টে আসতে হয়েছে।দীর্ঘদিন পরে আমি উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে পেরেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে চাই ইনশাআল্লাহ।পথ সভায় সলঙ্গা থানা জামায়াতের আমির হুসাইন আলীর সভাপতিত্বে ও রাশেদুল ইসলাম শহীদের পরিচালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম,সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম,এ্যাড. সদরুল ইসলাম, মাও.আব্দুল গফুর, মাও.আব্দুর রহমানসহ অনেকে। এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজ এলাকায় পৌছলে তাকে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে অভ্যর্থনা জানান হয়। প্রথমে সিরাজগঞ্জ রোড গোল চত্বর,এরপর দবিরগঞ্জ,প্রতাপসহ বিভিন্ন স্থানে পথসভা করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD