গুরুদাসপুরে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
সভায় আইন শৃংখলা পরিস্থিতি, দুর্নীতিমুক্ত উপজেলা, স্থানীয় চাঁচকৈড় হাটের সমস্য নিরসন, ১৮ জুলাই গুরুদাসপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিশেষ করে ১৮ আগস্টকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রশাসনের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীরা। সভার শুরুতে ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও সাংবাদিক আলী আক্কাছ। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে খালিদ হাসান, স্বাধীন হোসাইন, আব্দুল মুকিত, রোকনুজ্জামান বাবু, মাহমুদুল হাসান তুহিন, অনিক সরকার ও সাকলাইন হাসান বক্তব্য রাখেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD