গুরুদাসপুর পৌরসভার ১৩০ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষনা গত অর্থবছরের চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ টাকা বেশি

Spread the love

 আবুল কালাম আজাদ।।

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে নতুন কোনো করারোপ ছাড়াই । প্রথম শ্রেণির এ পৌরসভায় ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। গত ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ছিল ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকা অর্থাৎ গত বছরের চেয়ে ৪৫ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৭৫৬ টাক বেশি। পৌর  চত্ত্বরে  সোমবার (৮ জুলাই) ১১ টায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে  ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট  পেশ করেন হিসব রক্ষক মোঃ নুরুজ্জামান টিবলু। সুধীজনদের সঙ্গে  উপস্থাপিত বাজেট নিয়ে আলোচনা,সংশোধন ও সংযোজন  শেষে  মেয়র শাহনেওয়াজ আলী উপস্থিত জনতার সমর্থনে এ বাজেট ঘোষণা  এবং অনুমোদন  করেন।।

 উক্ত বাজেট  অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন  গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা  ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা। বাজেট নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামি লীগের সাবেক সাধারন সম্পাদক ও মিল মালিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেন শাহ,  উপজেলা আওয়ামি লীগের সাবেক সহ সভাপতি মোঃ আব্দুল বারী , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, চলনবিল প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিকআলী আককাছ, সাংবাদিক  সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, প্রমূখ।এ সময় পৌরসভার কর্মকর্তাকর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাংক কর্মকর্তা , এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি- পেশার  নাগরিক সুধীজন উপস্থিত ছিলেন।গুরুদাসপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকা ধরা হয়েছে এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৯৮৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা এবং মোট স্থিতি ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। বক্তাদের প্রশ্নোত্তরে মেয়র শাহনেওয়াজ বলেন, এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং  উত্তর বঙ্গের অন্যতম ব্যবসা মোকাম চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর পৌরসভা  হবে আলোকিত মডেল পৌরসভা।।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD