গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের অবরোধ এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। আজ রবিবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা অংশ নেন।
দলীয় সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতা নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নেতৃত্বে অবরোধ বিরোধী ওই শোভাযাত্রা বের করা হয়। সকাল থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছিকাটা বাসস্ট্যান্ড হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে বড়াইগ্রামের জোনাইল, রাজাপুর হয়ে বনপাড়ায় গিয়ে শেষ হয়। গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা করেন আসিফ আব্দুলাহ শোভন।
শোভন বলেন, শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত হরতাল অবরোধ করছে। বিএনপি’র নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগও মাঠে রয়েছে।