সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলটি রায়গঞ্জ উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মোস্তফা জামান সহ অন্যান্য শিক্ষকমন্ডলীদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষা বিস্তারে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। সলঙ্গা থানা সদর ফাজিল মাদ্রাসা সংলঘ্ন পাকা রাস্তার ধারে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা আশানুরুপ। ২০ জন দক্ষ শিক্ষক/কর্মচারী দ্বারা চলে আসছে পাঠদান কর্মসুচী। অধিকাংশ শিক্ষকই উচ্চ শিক্ষিত। সমাপণীতে শত ভাগ পাশসহ প্রতি বছরই উপজেলা পর্যায়ে বৃত্তিতে শ্রেষ্ঠত্বের দাবীদার ছিল। অত্যন্ত মনোরম পরিবেশে পাঠদান হয় এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে ঢুকতেই চোখে পড়ে দেয়ালে মনীষীদের ছবি দ্বারা সুসজ্জিত। প্রতিটি শ্রেণীকক্ষ দৃষ্টিনন্দন যা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ফিঙ্গার মেশিন, প্রজেক্টর, ল্যাপটপ/ কম্পিউটার, ইন্টারনেট, এসি, জেনারেটর সার্বক্ষণিক ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা জামানের নিরলস পরিশ্রম অন্যান্য সহকর্মীদের ঐকান্তিকতায় প্রাথমিক শিক্ষা বিস্তারে সুনাম বয়েই চলেছে। কোমল মতি শিশুদের সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদানে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন অধ্যক্ষ মোস্তফা জামান।