রাজনৈতিক দলগুলোর সংলাপের দাবিতে মানববন্ধন

Spread the love

আবুল কালাম আজাদ: নাটোরে দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলো সংলাপ ও সমঝোতায় বসার আহবান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন।

সংগঠনটির নাটোর জেলা কমিটির আয়োজনে গত শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

জেলা কমিটির সভাপতি এ্যাডঃ খগেন্দ্রনাথ রায়ের সভাপত্বিতে,মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডঃ আব্বাস আলী, এ্যাপেক্স এর সাবেক সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, সদস্য ও সংস্কৃত ব্যক্তি আলতাব হোসেন, শিক্ষাবিদ আব্দুর রশিদ।

বক্তারা ঊল্লেখ করে বলেন, ‘ সুজন চায় নির্বাচন হবে অংশগ্রহন মূলক ও প্রতিযোগীতা পূর্ন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি সেই নির্বাচনের জন্য অনুকুল নয়। একদিকে ক্ষমতাসীন দল চায় নিজেদের অধীনে নির্বাচন এবং বিপক্ষ দল চায় কেয়ারটেকার সরকার। ইতোমধ্যে তারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে।

দলগুলো যদিএমন অবস্থায়  নিজ নিজ অবস্থান পরিবর্তন না করে তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরী হবে যা কাম্য নয়। আমরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানো বা ক্ষমতাচ্যুত করতে চাইছি না। আমরা একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রাখি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD