তাড়াশে ১৮০ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তিতে জনশক্তি বাড়ানোর লক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের ১৮০জন শিক্ষার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সীমযুক্ত ট্যাব তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা ও পরিসংখ্যা অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। দেশকে স্মার্ট করতে তথ্য-প্রযুক্তিতে জ্ঞান ও জনশক্তি বাড়ানো দরকার। শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্ত জ্ঞান বাড়াতে প্রযুক্তি সংরঞ্জাম দরকার। অর্থের অভাবে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী প্রযুক্তি সরঞ্জামের অভাবে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতে পারছে না। তাই তাদের মধ্যে বিনামুল্যে ট্যাব বিতরণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। উপজেলার ৩০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ৯ম শ্রেণি ও ১০ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৬ জন করে শিক্ষার্থীর তালিকা করা হয়। এরপর পরিশংখ্যান ব্যুরোর সংরক্ষিত জনশুমারী জরিপের ট্যাবগুলো এসব মেধাবী শিক্ষার্থীর মধ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের ১৮০জন শিক্ষার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সীমযুক্ত ট্যাব তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
ট্যাবে যুক্ত থাকা রবি সীমটি প্রথম তিকে পরিসংখ্যান ব্যুরোর নামে নিবন্ধিত হলেও শিক্ষার্থীরা কাস্টমার কেয়ারে গিয়ে বাবার পরিচয় পত্র দিয়ে সীমটি পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়াও ট্যাবে ত্রুুটি দেখা দিলে এক বছরের ওয়ারেন্টি হিসেবে ওয়ালটন সার্ভিস সেন্টারে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD