স্টাফ রিপোর্টার : তাড়াশ রানীরহাট সড়কের তাড়াশ পয়েন্টের শুরুতে তাড়াশ পশ্চিম ওয়াপদাবাঁধ সংলগ্ন ব্রীজে অনেক দিন যাবৎ ফাটল ধরায় বর্তমানে ছোট আকারের এ ব্রীজটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মূলত তাড়াশ ওয়াপদাবাঁধের ওপর এ ব্রীজ অবস্থিত। ছোট কালভার্ট ধরনের ব্রীজ হলেও এর গুরুত্ব অনেক বেশী। এটি আকস্মিক ভেঙে পড়লে প্রাণ ও সম্পদহানি ছাড়াও এ সড়কে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো মানুষের যাতায়াত বিঘিœত হবে। গোটা অঞ্চলের পণ্য চলাচল হবে বিঘিœত। উল্লেখ্য , তাড়াশ-রানীরহাট ১৫ কি.মি. পাকা রাস্তাটি একটি আঞ্চলিক মহাসড়ক। এলাকায় পরিবহন ও অর্থনৈতিক ক্ষেত্রে এর প্রভাব বিশাল। এ সড়কটি সিরাজগঞ্জ ছাড়াও নাটোর ও বগুড়ার আঞ্চলিক সড়কের সাথে সংযুক্ত থাকায় সড়কপথে এটা সুদীর্ঘ নেটওয়ার্কের সংগে যুক্ত। উপরোক্ত ব্রীজটি প্রায় ২৫ বছর আগে নির্মিত। বছর দশেক পূর্বে এটা বিনষ্ট হলে কোনরুপে অস্থায়ীভাবে এটা মেরামত করা হয়। বসানো হয় লোহার পাটাতন। বর্তমানে সেই পাটাতন বের হয়ে পীচঢালাই উঠে গেছে। এখন যানবাহন পার হওয়ার সময় এটা সজোরে কাঁপছে ও শব্দ হচ্ছে। শীঘ্রই ব্রীজটি নতুন করে নির্মাণ করা না হলে যে কোন সময় বড় দুর্ঘটনাসহ প্রাণহানির আশংকা রয়েছে