স্টাফ রিপোর্টারঃ রেসরকারী সংস্থা পরিবর্তনের উদ্যোগে সিরাজগঞ্জস্থ অধ্যাপক এম এ মতিন বিএনএসবি মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সহায়তায় আদিবাসীদের জন্য বিশেষ চক্ষু শিবির গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার তাড়াশের মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ শিবিরে মাধাইনগর এলাকার মোট ১৩২ জন আদিবাসী বিনামূল্যে চোখের চিকিৎসা ও সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ওষুধ নিয়েছেন ২৯ জন, চশমা পেয়েছেন ৪৫ জন এবং আরো উন্নত চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮জন। চক্ষু শিবির পরিচালনায় যারা অংশ নেন তারা হলেন প্যারামেডিক্স নজরুল ইসলাম খান, রিফ্রাকশোনিস্ট মজিবর রহমান, এমএলওপি সাব্বির হায়দার, এমএলওপি আরিফুল বারী, অর্গানাইজার সাদ বিন ইবনে তালহা এবং ইনক্লুশন অফিসার টি এম মাহমুদুল হাসান। উল্লেখ্য , পরিবর্তন বিগত দুই বছর যাবত উক্ত হাসপাতালের সহযোগিতায় তাড়াশ উপজেলায় বেশ কয়েকটি চক্ষু শিবির বাস্তবায়ন করেছে যার মাধ্যমে শত শত প্রতিবন্ধী, আদিবাসীসহ গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠি উপকৃত হয়েছে।