আরিফুল ইসলাম,তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে ১৪৪ধারা ভঙ্গ করে জমি চাষের অভিযোগ করেছেন উপজেলার পলাশী গ্রামের রুহুল আমিন। তিনি তাড়াশ থানায় বাদী হয়ে লিখিত অভিযোগে করেন, এ জমি নিয়ে বিরোধীয় থাকায় উভয় পক্ষকে শান্তি শৃংঙ্খলার জন্য জেলা আদালত থেকে ১৪৪ধারা নির্দেশ দেন। কিন্তু গত ৮জানুয়ারী শনিবার বিবাদী উপজেলার বস্তুল গ্রামের জোমল মোল্লার ছেলে মোহাম্মদ আলী(৫৮), তার ছেলে মোস্তাক আলী(২৯),মফিজ উদ্দিনের ছেলে মাজেদ(৬৫), আরো (অঞাতনামা) অনেকে আইন ভঙ্গ করে জমি চাষ করছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, এম আর কেস নং ০৭(অতি:)/ ২০২২ সন, ধারা-ফৌজদারী কার্যবিধি ১৪৪, সিরাজগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, স্বারক নং ২১ তাং ০৩/০১/২০২২ মূলে তাড়াশ থানা ইনর্চাজ কে নালিশী জমিতে শান্তি শৃংঙ্খলার জন্য ১৪৪ধারা নির্দেশ দিয়েছে। আইন মোতাবেক বিরোধীয় জমিতে সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে ১৪৪ধারা নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে তাড়াশ থানা অফিসার ইনর্চাজ ফজলে আশিক জানান, জমিটি নিয়ে আগেই আদালত ১৪৪ ধারা জারি করেছিল। সর্বশেষ একপক্ষের জোর করে জমি চাষ করার বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। এখন তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।