গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
গুরুদাসপুরের মুজিবনগর খ্যাত মশিন্দা ইউপিতে হারলো নৌকা। বিজয়ী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল বারী। বিপুল ভোটের ব্যবধানে হারেন স্থানীয় সাংসদের ভাগিনা মো.মোস্তাফিজুর রহমান।
বিজয়ী আব্দুল বারী বলেন, নিবেদিত নেতাকর্মীকে নৌকা প্রতীক না দিয়ে স্থানীয় এমপি আব্দুল কুদ্দুসের ভাগিনাকে নৌকা দেওয়ায় ভরাডুবি হয়েছে। আব্দুল কুদ্দুস প্রকাশ্যে ও গোপনে নৌকার ক্যানভাস করেছেন। গত নির্বাচনের মতো এবারও বিভিন্নভাবে ষড়যন্ত্র ও প্রভাব খাটিয়ে টাকার খেলা এবং শেষ পর্যন্ত প্রিজাইডিং অফিসার চেঞ্জ করেও কোনো ফল হয়নি। প্রশাসন স্বচ্ছ ও বিক্ষুব্ধ এলাকাবাসী অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকায় ব্যালট বিপ্লব ঠেকাতে পারেননি এমপি কুদ্দুস। উপজেলার ছয়টি ইউপির ২টিতে নৌকা জিতলেও ৪টিতে জিতেছেন দলীয় বিদ্রোহীরা। পঞ্চম ধাপের ৫ জানুয়ারীর এ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল।