ইত্তেফাক : চিরজীবি হোক

Spread the love

(২৪ ডিসেম্বর ২০২১ দৈনিক ইত্তেফাক এর ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে)
-আবদুর রাজ্জাক রাজু।

ইত্তেফাক – বাংলাদেশের সংবাদমাধ্যম সমুহের ্একমাত্র সূতিকাগার, অবিরাম ঝর্ণা প্রবাহ
ইত্তেফাকের দিগন্ত থেকেই গণমাধ্যমের অসংখ্য তারকা খসে পড়ে এদেশে অনেক সংবাদপত্রের
সূত্রপাত ঘটিয়েছেন কিংবা সাংবাদিকতা করার উদ্যম ও অনুপ্রেরণা লাভ করেছেন।

প্রাচীনতম সেই ইত্তেফাকের প্রতিষ্ঠাতা, জনক তফাজ্জেল হোসেন মানিক মিয়া, যিনি ” মুসাফির”
ছদ্মনামে জনপ্রিয় কলাম লিখতেন-তিনি এ দেশের সাংবাদিকদের আলোকবর্তিকা, পথিকৃত,আইডল
আর ইত্তেফাক আজকের সাংবাদিকতার গুরগৃহ, বাতিঘর
এই কীর্তিমান সাংবাদিকের হাত ধরেই ঋদ্ব- সমৃদ্ধ হয়েছে এ দেশের সাংবাদিকতার জগত।

শুধু কি তাই? বাংলাদেশের অভ্যুদয়ে, এ দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান
মুক্তিযুদ্ধকালে ইত্তেফাকই ছিল বাঙ্গালীর একমাত্র কন্ঠস্বর বিশ্বের গণমাধ্যম অঙ্গনে
এমন কি জাতির পিতা বঙ্গবন্ধুরও বহু স্মৃতি ও কীর্তি জড়িয়ে আছে ইত্তেফাকের সাথে
সেই অর্থে ইত্তেফাক ও বাংলদেশের স্বাধীনতার সংগ্রাম এক অবিভাজ্য এবং অবিচ্ছেদ্য
ঐতিহাসিক মেলবন্ধনে আবদ্ধ।

এদেশের গণমানুষের প্রিয় আধুনিক সাহসী মুখপত্র ইত্তেফাক
বাঙ্গালী জাতির স্বাধীকার আন্দলনের জলন্ত সাক্ষী ও সারথী
ধ্রব নক্ষত্রের মতো যার অবদান আমাদের জাতীয় জীবনে চির অম্লান
বাংলাদেশ ও ইত্তেফাক স্বর্ণাক্ষরে ইতিহাসে শোভিত চিরস্মণীয় দু’টি নাম।

তেমনি ইত্তেফাক , মানিক মিয়া ও বাঙ্গালী জাতিসত্বা এক অভিন্ন
ঐতিহ্র্যের সুত্রে গাথা – যা বাঙ্গালী জাতি কখনো ভুলবে না।

তাই ইত্তেফাক এর ৬৯ তম জন্মবার্ষিকীতে আজ আমাদের অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন
সকলের সম্মিলিত প্রার্থনা – “ইত্তেফাক চিরজীবি হোক”
জয়তু! দৈনিক ইত্তেফাক।

তাড়াশ,
২৩/১২/২০২১
(লেখকঃ সম্পাদক, সাপ্তাহিক চলনবিল বার্তা, তাড়াশ, সিরাজগঞ্জ কর্তৃক গত ২৪ ডিসেম্বর ২০২১ সিরাজগঞ্জের তাড়াশে ইত্তেফাক এর ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে পঠি

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD