সুজন কুমার মাল :
নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় প্রতীক পাওয়ার পর থেকে এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আর এই নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে চলনবিল অঞ্চলের পাড়া-গায়ের হাট-বাজার-ঘাট।জানা গেছে, আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে তাড়াশ উপজেলার তালম, দেশীগ্রাম, সগুনা ও মাগুড়া বিনোদ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর ওই সকল ইউনিয়নগুলোর প্রত্যন্ত অঞ্চল ঘুরে উত্তরবঙ্গের শষ্য ও মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত এই অঞ্চলের উন্নয়নের অঙ্গীকার করে তাদের ভোট আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনী আমেজে শীতকে উপেক্ষা করে সকলে চলছেন গণ সংযোগ করতে। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পাড়া, মহল্লায় অস্থায়ী চা স্টলও গড়ে উঠেছে।
বিজয়ের ব্যাপারে আশাবাদী সকল চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা। প্রতিটি প্রার্থীর কর্মী – সমর্থকরা বলছেন ভোটের মাঠে সকলেই জয়ের প্রত্যাশী। ভোট চাইতে গিয়ে প্রার্থীরা অতীতের মত নিজেদের জনগণের পরিক্ষিত ও আস্থাশীল বলে জানান দিচ্ছেন। সেই সাথে নির্বাচিত হতে পারলে সকলকে সাথে স্ব স্ব ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দৌড় গড়ায় পৌছে দিবেন। নাগরিক সুযোগ সুবিধাও আরো দ্রুত নিশ্চিত করা হবে। বক্তব্যের মাঝে দিচ্ছেন বিবিধ উন্নয়ন প্রতিশ্রুতিও।অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার কথাও বলছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ও পুলিশ মোতায়েনও করা হবে পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ।