আবুল কালাম আজাদ : নাটোরের গুরুদাসপুরে-২০ম ও ২১ শে ডিসেম্বর দুইদিন ব্যাপি ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রিয় স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও তমাল হোসেন , এসিল্যান্ড আবু রাসেল ও মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান।উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় দিন মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে “বিজ্ঞান,প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাঁথা”প্রতিপাদ্য নিয়ে উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ওই বিতর্ক প্রতিযোগীতায় জুনিয়র ও সিনিয়র দুটি শ্রেনীতে বিভক্ত হয়ে উপজেলার ৫টি কলেজ ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগীতায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে খুবজীপুর এম হক ডিগ্রী কলেজের লাবনী আক্তার। দ্বিতীয় স্থান লাভ করে নাজিরপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী নদী ও তৃতীয় স্থান লাভ করেন মশিন্দা ফাযিল মাদরাসার শিক্ষার্থী আবু বক্কার সিদ্দিক।জুনিয়র গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করে হাঁসমারী মডেল উচ্চ বিদ্যালয়ের এলমা খাতুন। দ্বিতীয় স্থান লাভ করে বেগম রোকেয়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহী ও তৃতীয় স্থান লাভ করেন সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া তাসমিম।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. মহিদুল ইসলাম,আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান,এ্যাকাডেমিক সুপারভাইজার মো.বজলুর রহমান প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান বলেন,আধুনিক তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী এবং বিজ্ঞান মনস্ক ও মেধার বিকাশ ঘটাতে বিতর্ক প্রতিযোগীতা ও বিজ্ঞান মেলার আয়োজন।এর আগে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ষ্টলে বিষয়ভিত্তিক প্রদর্শন অ উপস্থাপনে সিনিয়র গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করে নাজিরপুর ডিগ্রী কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ, এবং খুবজীপুর মোজ্জাম্মেল হক ডিগ্রী কলেজ।জুনিয়র গ্রুপে প্রথম স্থান লাভ করে খুবজীপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান নাজিরপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে বেগম রোকেয়া গার্লস স্কুল এ্যান্ড কলেজ।##