রাজশাহীতে সময়ের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Spread the love

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সারাদেশসহ রাজশাহীতেও পাঠক আস্থায় ঋদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হয়েছে দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় দৈনিক এ প্রত্রিকাটি আজ ১৪ পেরিয়ে ১৫ বছরে পর্দাপণ করল।
এনিয়ে শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর কাজলা অক্ট্রয়মোড়ে দৈনিক সময়ের কাগজের নিজস্ব কার্যালয়ে বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। দৈনিক সময়ের কাগজের স্বজনেরা এ আয়োজনে অংশহগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুল হাসান বাচ্চু। দৈনিক সময়ের কাগজের রাজশাহীর স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো চিফ মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর বাচ্চু বলেন, দৈনিক সময়ের কাগজে রাজশাহীর বেশ জনগুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়মিতই ছাপা হয়। আমার দপ্তরে একটি কপি প্রতিদিন আমি পাই। এতে রাজশাহীর বিভিন্ন আর্থ-সামাজিক সংবাদ দেখি যা অন্য পত্রিকায় খুব কম দৃষ্টিগোচর হয়। এমন ভালো সংবাদের মাধ্যমে দেশের অন্যতম দৈনিক পত্রিকা হিসেবে এ পত্রিকাটি স্থান লাভ করুক, এটিই কাম্য।
রাজশাহীসহ দেশের চলমান উন্নয়নে আগামীতেও দৈনিক সময়ের কাগজ দেশ ও রাজশাহীর গণমানুষের সঙ্গে থাকবে এবং পত্রিকায় ভালো সংবাদ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরইউজে ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগ্নী নীরো, আরআরইউ এর সা. সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো চিফ মঈন উদ্দিন, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা রাব্বানী, দৈনিক আমাদের সময় ও জাগো নিউজ ২৪ ডট কমের রাজশাহী প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক এসএম বিশাল ও দৈনিক সময়ের কাগজ রাজশাহীর সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সংশিষ্ট সকল সাংবাদিক ও শুভাকাঙ্খিগণ দৈনিক সময়ের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছাসহ পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

মাসুদ রানা রাব্বানী

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD