তাড়াশ প্রতিনিধি : তাড়াশে সদরের বাজারের আলেপ মোড় চার মাথা এলাকার সরু রাস্তা দিয়ে অতিরিক্ত খড়বোঝাই ভটভটি চলাচল করায় জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে দিনের বেলায় এসব গাড়ি ঢুকে পড়াতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকছেন মানুষজন।
এদিকে তাড়াশ বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক বলেন, আমি একাধিকবার খড়ের গাড়ি ও আলেপ মোড় চার মাথা এলাকার যানজটের কথা আইনশৃঙ্খলা সভা ও সমন্বয় সভায় তুলে ধরেছি। এরপরও স্থায়ী কোনো প্রতিকার মিলছেনা।
তাড়াশ বাজারের ফার্নিচার ব্যবসায়ী নুরুল ইসলাম ও ঘড়ির দোকানদার আলমগীর হোসেন বলেন, বাজারের ব্যস্ততম সরু রাস্তা দিয়ে সকাল থেকে অতিরিক্ত খড়বোঝাই ভটভটি গাড়ির চলাচল শুরু হয়। তারপর ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। মাঝে মধ্যে আমরা দোকানের অর্ধেক ঝাপ নামিয়ে গাড়িগুলো বেড় হওয়ার সুযোগ করে দেই।
ভুক্তভোগীরা পার্শ্ব রাস্তা তাড়াশ ওয়াপদার বাঁধ দিয়ে খড়ের গাড়ি চলাচলের মরামর্শ দেন। নয়তো রাতের বেলাতে বাজারের রাস্তা দিয়ে চলাচল করা উচিত বলে তারা মনে করেন। সরজমিনে দেখা যায়, তাড়াশ আলেপ মোড় এলাকার চার মাথা দিয়ে একটি অতিরিক্ত খড়বোঝাই ভটভটি ঢুকে পড়াতে যানজটে আটকে আছে অন্যান্য যানবাহন ও পথচারী। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, বেশ কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রাত আটটার আগে বাজারের সরু রাস্তা দিয়ে খড়ের গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ রয়েছে।