গুরুদাসপুর প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড.হুমায়ুন কবীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা গড়বেন সোনার ছেলেরা। তাই এখন প্রেম করা এবং ফেসবুক চালানোর বয়স নয়। লেখাপড়া করে রোল মডেল হতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কেউ সফলতা পায়নি। শুক্রবার সকার ১০টায় গুরুদাসপুরের শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযয়ে বাল্যবিবাহ ও মাদকবিরোধী শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে – ক্ষতিকর মাদক ও বাল্যবিবাহ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান। এসময় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ওসি মো. আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।