মেরামত কাজ করে ফেলে রেখেছেন

Spread the love

সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস আঞ্চলিক সড়কের ইটের খোয়ার ধুলায় মানুষের চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। তাছাড়া সড়ক জুড়ে রয়েছে অসংখ্য গর্ত। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তাড়াশ থেকে বারুহাস বাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে যাওয়ার দীর্ঘদিন পর দরপত্র আহ্বান করা হয়েছিলো। এরপর ঠিকাদার মাসখানেক মেরামত কাজ করে ফেলে রেখেছেন।ভুক্তভোগী বারুহাস গ্রামের ছাইদুর ইসলাম, আজিজুর রহমান, তালেব আলী, খয়বার হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ বলেন, বারুহাস আঞ্চলিক সড়কে বিশেষ করে হেদার খাল সেতু থেকে বারুহাস বাজার সেতু পর্যন্ত খোঁড়াখুঁড়ি করে খোয়া ফেলা হয়েছিলো প্রায় ৬ মাস আগে। তারপর খোয়ার উপর যানবাহন চলাচল করে খোয়ার গুড়ায় ধুলা জমে গেছে। এ সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। নাক, মুখ ও চোখে ধুলা ঢুকে পড়ে। পোশাক খোয়ার ধুলায় লাল হয়ে যায়। খানাখন্দ তো রয়েছেই।

এদিকে বাস, ট্রাক ও সিএনজি চালকরা বলেন, একটি গাড়ি সামনে দিয়ে গেলে ধুলায় পেছন থেকে কিছুই দেখা যায় না। আর মোটরসাইকেল আরোহীরা বলেন, ধুলা আর ছোট ছোট খোয়ার উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ রাখা যায় না। খুব সাবধানে ও ধীরগতিতে চালানোর পরও দুর্ঘটনা ঘটে যায়। উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ  বলেন, প্রশাসনিক কার্যাদেশ পাওয়ার পর তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের মেরামত কাজ শুরু করা হয়। কিন্তু একনেক সভায় এ কাজের অনুমোদন না হওয়ায় কাজ বাদ রেখেছেন ঠিকাদার।

এ সম্পর্কিত আরও পড়ুন

মো. ফারুক হোসেনের খামারের  মৃত হাঁস

হাঁসের সঙ্গে এ কেমন শক্রতা!

গিয়াস উদ্দিন রুবেল ভাট (ফাইল ছবি)

রায়পুরের পৌরমেয়রকে শোকজ

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীকে অপহরণ: কুমিল্লায় চক্রের ৩ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

ছবি: ইত্তেফাক

নাজিরপুরে জমে উঠেছে সুপারির পাইকারি বাজার

50 এ, আপনি 30 দেখতে পারেন! মুখের ব
মুখের বলিরেখা দূর করতে হলে…
কীভাবে পেটের মেদ থেকে মুক্তি পাবেন। 2 সপ্তাহে -23 কেজি। পদ্ধতি
ওজন কমাতে সহজ

এ সম্পর্কিত আরও পড়ুন

ছবি: গুগল ম্যাপ

চট্টগ্রামে দোকানপাটে আগুন

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD