আরিফুল ইসলাম, তড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা ।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ নভেম্বর) রাত ৯টা দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের পৌওতা গ্রামের মৎস্য চাষী ফারুকের লিজ নেওয়া গোপাল শাহ পুকুরে। বিষ প্রয়োগে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।মৎস্য চাষী ফারুক বলেন, প্রায় ৪ বিঘা এই পুকুর বছরে এক লক্ষ টাকা দিয়ে প্রতি বছর লিজ নিয়ে মাছ চাষ করছি। এবার দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। কিছুদিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু শুক্রবার রাতে পুকুর দেখতে গিয়ে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। সকালে দেখা যায় পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরেছে।এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক বলেন, মাছ নিধনের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।