আবুল কালাম আজাদ: চলনবিল অঞ্চলের নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রাকৃতিক দুর্যোগ প্রবন হওয়ায় প্রতি বছরেই অকাল বন্যায় কৃষকের পাকা ধান ডুবে ক্ষতিগ্রস্থ হয়। শ্রমিকের অভাবে ইচ্ছা থাকলেও পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলুতে পারেনা। পাকা, আধা পাকা ধান জমিতেই পানির নিচে তলিয়ে যায়।পাকা ধানের সাথে তলিয়ে যায় কৃষকের সারা বছরের স্বপ্ন।দুর্যোগ প্রবন এলাকার কৃষকরা যাতে শ্রমিকের অভাবে ক্ষতিগ্রস্ত না হয় স্বল্প খরচে সহজেই দ্রুততার সাথে স্বপ্নের ফসল কেটে মাড়াই, ঝাড়াই এবং প্যাকেটজাত করে ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে ৫০% ভর্তুকি মুল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার (আধুনিক কৃষি যন্ত্র) বিতরণ কররসুচি গ্রহন করেছ।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ওই কর্মসুচির আওতায় ৫০% ভর্তুকি মুল্যে অর্ধ কোটি টাকা মুল্যের দুইটি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরন করা হয়েছে। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের কৃষক শফিকুল ইসলাম ও ্ষুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের কৃষক আবু হানিফের কাছে মেশিন দুইটির চাবি হস্তান্তর করেন জেলা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপকমো. আব্দুল কুদ্দুস ।মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ প্রমুখ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দিয়ে ধান ও গম কাটা, মাড়াই, ঝাড়া এবং একই সাথে দ্রুত বস্তায় প্যাকেটজাত করা যাবে। দুর্যোগ কালীন সময়ে শ্রমিক সঙ্কটে স্বল্প খরচেদ্রুততার সাথে ফসল ঘরে তোলা সম্ভব। কৃষি কর্মকর্তা আরো জানান , উপজেলার আরো ৮জন কৃষকের মাঝেপ্ররযায়ক্রমে সরকারের এই কর্মসূচির আওতায় ৫০% ভর্তুকী মুল্যে এ মেশিন বিতরণ করা হবে।সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার কৃষকরা।