সুজন কুমার মালঃ
সিরাজগঞ্জের তাড়াশে আজ বুধবার সকাল ১০ টায় তাড়াশ উপজেলা পরিষদ মিলায়তনে তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব/২০২১ইং উপলক্ষ্যে সংগঠনের সভাপতি তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে পৃথকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াশ ইউএনওর মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে একই বিষয়ে পৃথক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ থানার ওসি ফজলে আশিক,কৃষি কর্মকর্তা লুৎফুলন্নাহার লুনা, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ বলরাম লস্কর প্রমুখ।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় ৪২ টি মন্দিরে পুজা উদযাপন হবে ও সরকারীভাবে ২১ মেট্রিক টন চাল ( জি.আর) বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে ৪২টি পুজা মন্ডপে কমিটির উপস্থিত নেতৃবৃন্দদের আইন শৃংখলা রক্ষায় বিশেষ দিক নির্দেশনাও দেয়া হয়।