বিশেষ প্রতিনিধিঃ তাড়াশে প্রসিদ্ধ বিনসাড়া হাট এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়কের উপর ট্রাক রেখে ধান লোড করা হয় প্রতিদিন। ফলে এসব রাস্তা দিয়ে যাতায়াত করার সময় মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, রবিবার ও বুধবার সপ্তাহে দুদিন বিনসাড়া হাট বসে। এ দুদিন স্থানীয় পাঁচজন ব্যবসায়ী ধান কিনে ঘরে রেখে দেন। এরপর সেই ধান দেশের বিভিন্ন জেলা উপজেলার মিলারদের কাছে বেচে দেন।নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী মানুষজন অভিযোগ করে বলেন, ফজলু, ফুলচান, নুর ইসলাম, শামছুল হক ও শফি নামের পাঁচজন ধানের ব্যবসায়ী রাস্তার উপর ট্রাক রেখে ধান লোডের কাজ সেরে নেন। এতে তাদের চলাচলের বিঘœ ঘটে।ভুক্তভোগীরা আরো বলেন, প্রতিবাদ করলে ব্যবসায়ীরা আমাদের ধান কিনবেননা। অথবা ধান কিনলেও টাকা বাকি রেখে ভোগান্তীতে ফেলবেন।
শনিবার সরজমিনে দেখা গেছে, বিনসাড়া হাট এলাকার কাজিপুর গ্রামীণ সড়কের উপর ট্রাক রেখে ধান লোড করা হচ্ছে। এ ট্রাকটি রাস্তার মধ্যেখানে রাখার কারণে দুপাশ দিয়ে যাতায়াতের কোন জায়গা নাই বললেই চলে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা হাট বাজার ইজারা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মেজবাউল করিম বলেন, মানুষজনের অবাধ যাতায়াতে কোনভাবেই ব্যাঘাত করা যাবেনা। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।