মোঃ আকছেদ আলী :পাবনার ভাঙ্গুড়ায় প্রায় ৭মণ রুই, কাতলা পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন ও পৌরসদরের আংশিক নিয়ে গঠিত লোড়ার বিলে উপস্থিত থেকে পৌর মেয়র গোলাম হসনাইন রাসেল এই পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় আভ্যন্তরীণ জলাভুমি/ বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবনভুমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০টার দিকে লোড়ার বিলে ২৮৭.৫৭ কেজি রুই কাতলা পোনামাছ অবমুক্তকরণ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস অফিসার মো. নাজমুল হুদা, উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের মৎস অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় আভ্যন্তরীণ জলাভুমি/ বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবনভুমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০টার দিকে লোড়ার বিলে ২৮৭.৫৭ কেজি রুই কাতলা পোনামাছ অবমুক্তকরণ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস অফিসার মো. নাজমুল হুদা, উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলাম ও সাংবাদিক বৃন্দ।