বিশেষ প্রতিনিধি :চলনবিল অধ্যূষিত তাড়াশে বন্যায় সারে ১৬ হাজার বিঘা খেত বন্যায় প্লাবিত হয়ে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যেভাবে পানি বাড়ছে, তাতে ক্ষতির সংখ্যা আরো সারে ৭ হাজার বিঘা পর্যন্ত বেড়ে যেতে পারে। উপজেলা কৃষি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
বারুহাস ইউনিয়নের দীঘরিয়া গ্রামের কৃষক রজব আলী, শাজাহান সরকার, খয়বার আলী ও আব্দুস সামাদ বলেন, তারা শ্রাবণ মাসের শেষের দিকে আমন ধানের চাষাবাদ শুরু করেছিলেন। এরপর ভাদ্র মাসের প্রথম সপ্তাহ অবদি লেগে যায়। সেসময় বন্যার কোন সম্ভাবনা ছিলোনা। কিন্তু ভাদ্র মাসের শুরুর দিকে চলনবিলে পানি বাড়তে থাকে। সেই পানিতে আমন খেত পানিতে তলিয়ে গেছে।
গতকাল শনিবার সরজমিনে দেখা গেছে, আসানবাড়ি, কাজিপুর, বিনসাড়া, পেঙ্গুয়ারি, বোদিনাথপুর, দীঘরিয়া ও বারুহাস মৌজার বিস্তীর্ণ মাঠের ফসলের খেত পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে গ্রাম থেকে দূরের খেতগুলোয় ধানের চিহ্ন পর্যন্ত নেই। কোথাও গ্রামের পাশের উঁচু খেতে ধান গাছের মাথা জেগে আছে।এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, পানি বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। আমনের ক্ষতির পরিমাণও বাড়বে।