আবুল কালাম আজাদ : বন্যার আগমনে লোভনীয় রুপ- যৌবনে দর্শনীয় হয়ে উঠে সমুদ্রসম ঐতিহাসিক চলনবিল। এই চলনবিলের ভরা যৌবনের সৌন্দর্য্য দর্শন এবং উপভোগ করতে স্থনীয় ও দেশ- বিদেশ থেকে প্রতিদিন নৌকা এবং সড়ক পথে শত শত নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ ,তরুন তরুনী নানা বয়সের পর্যটক ভীর জমাচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল অংশ খুবজিপুর ইউনিয়নের বিলশা পর্যটন এলাকায়।চলনবিলের সৌন্দর্য্য দর্শনে আগত শান্তি-শৃংখলা নষ্ট করছে কিছু উশৃংখল তরুন যুবক। তারা নৌকা ভ্রমন ,বিনোদন, এবং পিকনিকের নামে নৌকায় একাধিক মাইক ও সাউন্ড বক্সে উচ্চ শব্দে রেকর্ড বাজিয়ে শব্দ দুষন, নারীদের নিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন ইভটিজিং করে পর্যটকদের শান্তি-শৃংখলা এবং নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া নৌকা ভ্রমনের নামে রাত্রিতে নৌকায় নারী নিয়ে অনৈতিক কার্যকলাপ করছে, মাদক সেবন করছে, এবং জুয়া খেলছে এমনকী নৌ ডাকাতি –ছিনতাই করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল অংশে আগত পর্যটকদের শান্তি-শৃংখলা এবং নিরাপত্তা রক্ষায় সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩ দিন গুরুদাসপুর থানা পুলিশ টহলে থাকবে বলে রবিবার উপজেলা আইন-শৃংখলা সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফা ইয়াসমিন এস আই রিপন কুমার, গুরুদসপুর সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু এবং চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এম এম আলী আককাছ ।চলনবিলে আগত পর্যটকদের গুরুদাসপুর থানা পুলিশ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে এলাকার সুশীল সমাজ এবং পর্যটকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা ও থানা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছেন।