চেতনায় নজরুল

Spread the love

[বিদ্রোহী কবি নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে]

মোঃ আবুল কালাম আজাদ

ঐ ক্ষেপেছে বাংলা মায়ের

দামাল ছেলে নজরুল ভাই,

ঝাঁকরা চুলের উচ্ছলতায়

জেগেছে  আজ বিশ্বময়।

বিদ্রোহীর ঐ বিদ্রোহে তাই

ব্রিটিশ কাঁপে ত্থর ত্থর

ব্রিটিশ খেদাও , ব্রিটিশ তাড়াও

মাতৃভূমি মুক্ত কর।

নজরুলের চেতনায় উঠ জেগে

শোষনমুক্ত দেশ গড়ো

স্বপ্নের সোনার বাংলা থেকে

দির্নীতির দানব দূর করো।

সন্ত্রাস আর জঙ্গিবাদে

আতংকে আজ মানবতা

ধেয়ে আসছে ধর্মের নামে

সহিংসতার অসুরতা।

জ়েএমবি, তালেবান হরকাতুল জেহাদ

হিজবুত, তাহরির, আনসারুল্লাহ টিম

ধর্মের নামে মারছে মানুষ

বোম ফাটাচ্ছে দ্রিম দ্রিম!

নজরুলের চেতনায় জেগেছিল

বঙ্গবন্ধুর আহবানে

পাক হানাদার তাড়য়ে দিয়ে

স্বাধীনতা   ছিনিয়ে আনে।

একাত্তোরের ঐ চেতনায়

আবারো জেগেছে বীর বাঙ্গালী

প্রতিরোধ করো, গুড়িয়ে দাও

ঘাতক- খুনির আস্তানার ডালি।

বিদ্রোহী কবির মানবতার চেতনায়

শপথ নাও রুখে দাঁড়াও

সন্ত্রাস, দুর্নীতি, জংগীবাদ তাড়িয়ে

পূর্ন স্বাধীনতার স্বাদ নাও।

# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪, ০৮৪৯৭৩ ,তারিখ- ২৭ /৮/২০২১, ১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD