লুৎফর রহমান তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামে।
ভুক্তভোগী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, আমি নিম্ম তফসিল বর্ণিত আর,এস ৫০২ নং খতিয়ানের আর,এস,২৩৩২ দাগের ১৬২ শতক, আর,এস, ২২৮৩ দাগের ৩৩ শতক,আর,এস,২৫৫৩ দাগের ২৯৩ শতক কাতে ২২৭শতক, আর,এস ২০১৫ দাগের ৪৪ শতক একুনে ৪৬৬ শতক সম্পতি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করে আসছি। দখল থাকাবস্থায় ওই আর,এস,৫০২নং খতিয়ানে ৪৬৬ সম্পতিসহ অন্যন্য দাগের সম্পতি লইয়া বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালতে একটি বাটোয়ারা মামলা করি। যাহার মোকাদ্দমা নং ৩৭/২০২১। উক্ত মোকাদ্দমা চলামান থাকায় আমার উপর ক্ষিপ্ত হইয়া দিঘরিয়া গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে মোঃ আবু সাইদ,আবু সাইদের পুত্র আবু হানিফ ও আবু মুছা গত ৭ আগষ্ট ২০২১ইং তারিখে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হইয়া আমাকে হুমকি, ধামকি দিয়ে প্রাণ নাশের ভয় দেখায়। এবং, আমার দখলকৃত জমি যে কোন উপায়ে তারা দখলের করিবে বলে হুমকি দেয়। এসময়ে ওই জমিতে চাষাবাদ না করিতে বারণ করেন। জমিতে চাষাবাদ করিলে আমার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলবে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতাই ভুগিতেছি।
এবিষয়ে অভিযুক্ত আবু সাইদ বলেন, তাহার সাথে আমার জমির কোন ঝামেলা নেই। তিনি উদ্দ্যেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে সম্পর্ন মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।