তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় বহুতল ভবন নির্মানের ফলে চলাচলের রাস্তা ইটবালু খোয়া রড দিয়ে নষ্টের অভিযোগ উঠেছে।
প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহল্লায় বসবাসকারী ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার সাব-রেজিষ্টার অফিসের পূর্ব পার্শ্বে অবস্থিত আবাসিক প্লটের অন্যন্য বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তা।ওই রাস্তার পার্শ্বে রবিউল করিম নামের এক আমেরিকা প্রবাসী পৌর আইনের নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে বহুতল ভবন নির্মান করছে। যার ফলে সরকারী রাস্তায় নির্মানাধীন ভবনের রাবিশ ,ইট,বালি খোয়া ও পানি জমে রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া ভবন নীতিমালা না মানার ফলে নির্মানাধীন ওই ভবনের ছাদ থেকে ইট,রড,কাঠ,সাটার সহ ভারী নির্মান সামগ্রী পড়ে বড় ধরনের দুঃঘটনা ঘটে যেতে পারে।
আবাসিক প্লটের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, নির্মানাধীন বহুতল ভবনে প্রতিদিন পানি দিতে হয় সেই পানি অত্র কাচা রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে এতে রাস্তায় পানি জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া নির্মানাধীন ভবনের উপর থেকে ইট,রড,কাঠ,সাটার সহ ভারী নির্মান সামগ্রী নিচে পড়ছে এতে বড় ধরনের দুঃঘটনার আশঙ্কা রয়েছে।্ ভবনের মালিক রবিউলের স্ত্রীকে বিষয়টি বলতে গেলে তিনি চাদাঁবাজীর মামলা করার হুমকী প্রদর্শন করে।এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম বলেন অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মান করা যাবে না।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।