গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১৮৭টি পরিবারের মাঝে উন্নত জাতের হাড়িভাঙ্গা আমের চারা রোপন ও প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নে অবিস্থত আশ্রয়ণ প্রকল্প থেকে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওই বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করেন। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়িতে গিয়ে তিনি ওই চারা রোপন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রী বৃক্ষ রোপন অভিযানের কথা ঘোষনা করেছেন। সবাইকে বৃক্ষ রোপন করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ণে থাকা ছিন্নমুল মানুষগুলো একটি ভালো বৃক্ষ ক্রয় করে রোপন করবে তাদের কিন্তু সেই সামর্থ নেই। সেই চিন্তা করে আমি উন্নত জাতের হাড়িভাঙ্গা আমের চারা সংগ্রহ করেছি নিজস্ব অর্থায়নে। ১৮৭টি বাড়িতে নিজে গিয়ে আমার স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় প্রতিটি বাড়িতে বৃক্ষ রোপন করেছি। পাশাপাশি তাদেরকে এই গাছগুলোর যতœ নেওয়ার আহ্বান