বনপাড়া-হাটিকুমরুল বিশ্বরোডে পিকাপ উলটে নিহত ৬ আহত ৭ জন

Spread the love

আবুল কালাম আজাদ:

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া – হাটিকুমরুল বিশ্ব রোডে পিক আপ ( ঢাক মেট্রো-ন-১৭-৮৪৩৫) উল্টে   খাদে পড়ে  ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং ২ শিশুসহ ৭ জন আহত।আহতদের  গুরুদাসপুর  এবং বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিক আপটি কুষ্টিয়া থেকে যাত্রি নিয়ে ঢাকা যাওয়ার পথে দুপুর ২ টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা থেকে এক কিলোমিটার পশ্চিমে কাছিকাটা ষ্ট্যান্ড পাওয়ার আগে মোড় ঘুরতে চালক নিয়ন্ত্রন হারিয়ে  উল্টে সড়কের খাদে পড়ে  এই মর্মান্তিক হতাহতের ঘঅটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার  ফিলিপ নগর গ্রামের ১)শহীদুল ইসলাম(২৫) পিতা মৃত নাহারুল ইসলাম ২)আফফান আহমেদ ( ৪৫)পিতা মৃত  শহীদুল ইসলাম, ৩)আরিফা খাতুন ( ৪০) [ নিহত আফফানের স্ত্রী ] মেহেরপুরের গাঙ্গনি উপজেলার সহরবাটি গ্রামের ( ৪) জসিম উদ্দিন(৩২), (৫) টাঙ্গাইল সদর উপজেলার  সরাতৈল গ্রামের আল মামুন  (৩৩)  এবং ৬) অজ্ঞাত একজন মহিলা(৩০)।

আহতরা হচ্ছেন ময়মনসিংহের  ফুলপুর উপজেলার ধামুর গ্রামের -হুমায়ুন  ফরিদ (৪৫) ও তার স্ত্রী ফরিদা (৩৫) শিশুপুত্র আদিল (৮), কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ গ্রামের-আকবর আলী,নাটোরের বড়াইগ্রাম উপজেলার খামারপাথুরিয়া গ্রামের- বিলকিস বেগম (২৮) ও তার কোলের শিশু পুত্র ত্বোহা (২) এবং  ধারনা করা হচ্ছে দুর্ঘটনায় নিহত আফফান ও ফরিদার  কোলের শিশুকন্যা পিতা-মাতাহীন  আকলিমা (২)।খবর পেয়ে গুরুদসপুর এবং বনপাড়ার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম আকরাম হোসেনের নেতৃত্বে  কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নিহতদের লাশ ব্যাগিং করে বনপাড়া হাইওয়ে পুলিশের কাছ হস্তান্তর করে এবং আহতদের চিকিতসার জন্য গুরুদাসপুর ও বড়াইগ্রাম হাসপাতালে প্রেরন করে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মোজাফফর হোসেন বলেন-ঢাকা মেট্রো  ন-১৭-৮৪৩৫ পিক আপটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথ কাছিকাটা মোড়ে মহাসড়ক থেকে উল্টে  খাদে পড়ে মর্মান্তিক হতাহতের ঘটনাটি ঘটে। পিক আপ চালক পলাতক। এব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে বনপাড়া হাইওয়ে থানায় মামলা হোয়েছ।নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, গুরুদাসপুরের ইউএনও মোঃ তমাল হোসেন  এবং ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক  আসাদুজ্জামান দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম মনিটরিং করেন।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD