গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আ¤্রকাননে ওই নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার লিপি, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল আলম, থানা পুলিশ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিপত্র অনুযায়ী ৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদের চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। ২১ মে শুক্রবার ওই নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। কিন্তু ভিত্তিপ্রস্তরে উপজেলা চেয়ারম্যানের নাম না থাকায় নামফলক খুলে ফেলেন তিনি। সেই একই নামফলক পুনরায় উন্মোচনের মাধ্যমে নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য।