বিএনএমপিসি ইকো ক্লাব

Spread the love

বর্তমানে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে অরণ্য, বাড়ছে তাপদাহ। শহর হয়ে উঠছে কংক্রিটময়। এই রকম প্রতিকূল পরিস্থিতিতে পরিবেশের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে, মানুষের কাছে আবার মানবতার বীজ জাগিয়ে তুলতে ১৯ নভেম্বর, ২০২০ এ “ঊহারৎড়হসবহঃধষ ঝঁংঃধরহধনরষরঃু (জবফঁপব, জবঁংব, জবপুপষব)” কে মূলমন্ত্র করে পিলখানা¯থ বিজিবি সদর দপ্তরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে সাবেক অধ্যক্ষ লে. কর্নেল ড. মোল্লা মেজবাহ্্উদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছিল বিএনএমপিসি ইকো ক্লাব। বর্তমানে অধ্যক্ষ লে. কর্নেল ড. মো: মিজানুর রহমান পিএসসি, দুইজন উপাধ্যক্ষ, একজন মডারেটর, বারজন কো-মডারেটর, দুইজন ফাউন্ডার মেম্বারের নেতৃত্বে প্যানেল ও ভলান্টিয়ারদের সহায়তায় ক্লাবটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অফলাইন ইভেন্টে ১০ জানুয়ারী, ২০২১ “উষ্ণতার হাসি” শিরোনামে শীতবস্ত্র বিতরণ এবং ৯ ফের্রুয়ারি, ২০২১ “সবুজে প্রশান্তি” শিরোনামে বৃক্ষরোপন ও বৃক্ষ উপহার কর্মসূচি পালন করেছে। ক্লাবটি এছাড়াও অনলাইন ইভেন্ট হিসেবে ইন্ট্রা বিএনএমপিসি উৎসব ঊপড় ঊংংবহপব ১.০ ৬ মার্চ, ২০২১ পরিচালনা করেছে এবং ২২ এপ্রিল, ২০২১ “বিশ্ব ধরিত্রী” দিবস পালনের লক্ষ্যে নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাবসহ আরও সাতটি ক্লাব এর সমন্বয়ে বিএনএমপিসি ইকো ক্লাব পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ আর্থ সামিট ২০২১ সফলভাবে আয়োজন করেছে। কেটে যাক সকল জরা-ব্যাধি, পুনরুদ্ধারের আহ্বানে সুন্দর হোক ধরিত্রী !

মুহম্মদ আনোয়ার সাদাত

সহ. অধ্যাপক

এবং মডারেটর

বিএনএমপিসি ইকো ক্লাব

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD