আমশড়া হাটপাড়া মার্কাজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনা  উদ্বোধন 

Spread the love
ফারুক আহমেদ :  সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া হাটপাড়া মার্কাজ মসজিদের পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপনা  গত শুক্রবার বাদ জুম্মার সালাতের পর উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, ইমরুল হোসেন তালুকদার ইমন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ্যাড, ইমরুল হোসেন তালুকদার ইমন বলেন,  বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে হলে তার শিক্ষা,তার কর্মজীবন ও রাজনৈতিক দর্শন জানতে হবে। তার জন্ম না হলে মানচিত্রে বাংলাদেশ স্থান হতো না। তার আদর্শ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। বর্তমান নানা উন্নয়ন মূখী সরকার মসজিদ, মাদ্রাসা,মুন্দীরের উন্নয়নসহ বন্যা, দুর্যোগ ও বর্তমানে করনোর মুখাবেলার সফল  যুদ্ধা জননেত্রী শেখ হাসিনা সকল উদ্দোগ প্রসংশিত। তিনি আরো বলেন, সকল মসজিদ, কাওমিয়া মাদ্রাসা সাধারণ মানুষদের দানে চলে আমিও দান করবো আপনারও সদগা হিসেবে দান করবেন বলে আসা রাখি।  উক্ত অনুষ্ঠানে উদ্দোধনী বক্তব্য রাখেন, সলঙ্গা ডিগ্রি ফাজিল মাদ্রাসার সাবেক সহকারি মাওলানা শিক্ষক তাজউদ্দিন ফিরোজি তিনি তার উদ্দোধনী বক্তব্য বলেন, মানুষ মারা গেলে সকল কিছুর আমল বন্ধু হয়ে যায়। তবে মানুষদের তিনটি আমলের সওয়াব কবরে বসে বসে পেতে থাকবে একটি হলো নেক সন্তন দুই মাদ্রাসা, মসজিদ নির্মান।  তিন জনকল্যাণমূলক কাজ করে যাওয়া ইত্যাতি। তিনি আরো বলেন, কেহ মসজি নির্মান করলো বা মসজিদ নির্মাণ কাজে সাহায্যে করলো আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন তার জন্য মহান আল্লা’তাআলা কিয়ামতের দিন জান্নাতে ভিতর ঘর নির্মাণ করবেন। মার্কাজ মসজিদ চত্তরে বাংলাদেশ আওয়ামীলিগের সলঙ্গা থানার সিনিয়র সদস্য, ধুবিল ইউনিয়নের কমনিটি পুলিশের বর্তমান সভাপতি ও সাবেক আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সামছুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং ধুবিল ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান হাসান ইমাম সোহন তালুকদার, আরও উপস্থিত    থেকে উদ্বোধন করেন ধুবিল ইউনিয়নের আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব মণিরুল ইসলাম মণি মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা, সিরাজগঞ্জ বেলকুচি কলেজের সাবেক প্রভাষক আলহাজ্ব আব্দুর রশিদ, আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বর্তমান সভাপতি, থানার সিনিয়র সদস্য,  সুইট ইট ভাটার মালিক ও মাধাইনগর দ্বিমুখী হাই ইস্কুলের সহকারী মাওলানা শিক্ষক আব্দুস সাত্তার মাষ্টার, জাকের পাটির যবফ্রন্টের সংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মহর, সাধারণ সম্পাদক আব্দুল করিম, ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা,  ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব হযরত আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, র্ধুবিল ইউনিয়নের ভাবি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ধুবিল ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদপার্থী আব্দুর রউফ,  ধুবিল ইউনিয়নের ওয়ার্ড চেয়ারম্যান মনোয়ারা বেগম, ২নং ওয়ার্ড মেম্বর এনছাব আলী, সবেক ২নং ওয়ার্ড মেম্বর আতাউর রহমান আলহাজ, মার্কাস মসজিদে খুদবা পাঠ শেষে সালাত পড়ান সলঙ্গা মহিলা মাদ্রাসার সহকারি মাওলানা শিক্ষক হাফেজ আব্দুল বারিক, শেষে মোনাজাত পরিচালনা করেন,  সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা তাজউদ্দিন,  প্রমুখ মসজিদ  প্রাঙ্গণ দলমত নির্বিশেষে শত শত মুছল্লিদের সাড়ি বদ্ধ  সৌন্দর্য  পূূূূর্ণ দান   দেখে মুগদ্ধ উপস্থিত মেহমান বৃন্দ।হাজারও মসল্লীদের উপস্থিতিতে সরগম হয়ে উঠে মসজিদ প্রাঙ্গন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD