তাড়াশ সদরের জনগুরুত্বপূর্র্ণ রাস্তাটি আশু সংস্কারের দাবি

Spread the love

শফিউল হক বাবলু : তাড়াশ সদরের জনগুরুত্বপূর্ণ টিএন্ডটি হতে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তাটি মুলত বৃটিশ উপনিবেশিক আমলের। তৎকালিন জমিদার রায়বাহাদুর তার প্রজাদের চলাচলের সুবিধার্থে তাড়াশ সদরের এই রাস্তাটি নির্মাণ করেন। বৃটিশ আমলের কাগজপত্র ও বর্তমান (এসে, আরএস’) সূএে জানা যায়,রাস্তাটির উভয় পাশের্^ প্রায় ১০ফিট করে জায়গা রয়েছে। ইতিমধ্যেই উক্ত রাস্তাটির উভয় পাশের্^ই প্রভাবশালী ভূমি দস্যুরা দখল করে নিয়েছে।
বর্তমানে এই রাাস্তাটি তাড়াশ সদরের এক মাত্র গুরুত্বপূনণ রাস্তা। উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত ছাত্র-ছাত্রী ও পথচারী স্কুল কলেজসহ বাজার ও অফিসে যাতায়াত করে থাকে।প্রসঙ্গত উল্লেখ্য যে, উত্তর তাড়াশের গরীব-দুঃখী মানুষের এক মাত্র পায়ে হেঁটে বাজারে আসার সহজ পথ এইটি। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ যারা সল্প আয়ের মানুষ তারা ভ্যন বা রিক্সায় না গিয়ে এই পথেই হেঁটে চলাচল করে থাকে। এ রাস্তাটি বর্তমানে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে পরেছে। রাস্তাটির দু পাশে দুটি পুকুর রয়েছে ।বর্তমানে প্রভাবশালীদের মাছ চাষের ফলে পানি নিষ্কাশনের জায়গা না থাকায় এ জনগুরুত্বপূনণ রাস্তাটি প্রায় ৩ মাস হল পানিতে ডুবে আছে । এলাকাটিতে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এব্যপারে ভুক্তভোগী পথচারী আব্দুস সাত্তার , আবেদ আলী, জালাল উদ্দিন প্রমুখ জানান, এটি গরীবের রাস্তা, তাই দেখার কেউ নেই। এ জনগুরুত্বপূনণ রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD