তাড়াশে সাহিত্যিক-সাংবাদিকদের কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব

Spread the love

স্টাফ রিপোর্টার: তাড়াশে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সাথে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় ইউএনওর পাশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ওবায়দুল্লাহ।

তাড়াশ উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা প্রথমে সূচনা বক্তব্য দেন। তিনি তাড়াশের নওগাঁ শাহশরীফ জিন্দানীর(রহ.) মাজার শরীফ, তাড়াশের ঐতিহ্যবাহী গোবিন্দ নাটমন্দির,বিনসাড়া ঐতিহাসিক বেহুলাবাড়ী এবং তালম শিবলিংগসহ তাড়াশ উপজেলার কয়েকটি প্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের সংস্কার, সংরক্ষণ ও উন্নয়নের প্রতি নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত ক্লাবের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম নতুন ইউএনওকে এখানে তার কর্মকালে কোন বিশেষ ক্লাব বা সাংবাদিকের প্রতি পক্ষপাতমুক্ত থাকার আহবান জানান। তাড়াশ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি-লেখক-সাংবাদিক হাদিউল হৃদয় উপজেলার আইনশৃংখলা সংক্রান্ত কমিটিতে মডেল প্রেস ক্লাবের প্রতিনিধি অন্তর্ভূক্তির দাবি জানান। সভায় একই প্রেস ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু নবাগত ইউএনওর নিকট কতিপয় প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হচ্ছে : অত্র উপজেলায় সাহিত্যিক-সাংবাদিকদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন, সরকারী কর্মসূচিগুলিতে চলনবিল বার্তাকে আমন্ত্রণ জানানো, উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঝে মাঝে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং উপজেলার উন্নয়ন রিপোর্টিং ক্ষেত্রে সাংবাদিকদের উৎসাহিত করার লক্ষ্যে বাৎসরিক পুরস্কার প্রদান ইত্যাদি। জবাবে নবাগত ইউএনও মেজবাউল করিম তার ভাষনে সাংবাদিকদের উত্থাপিত প্রস্তাবসমূহ বিবেচনায় রাখার আশ^াস প্রদান করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD