চলনবিল বার্তা ডেস্ক: বাংলাদেশের আকাশে গত বৃহস্পতিবার ১৪৪২ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার হিজরি নতুন বছরের প্রথম মাস মহররমের তারিখ গণনা শুরু হয়েছে। সে হিসাবে গত ৩০ আগস্ট রবিবার দিবাগত রাতে সারা দেশের মত চলনবিলের সর্বত্র পবিত্র আশুরা পালিত হয়। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমগণ রাত জেগে নফল নামাজ , জিকির, আসকার, তাজবী, তাহলিল ও দোয়া প্রার্থনার মাধ্যমে অতিবাহিত করে।। অনেকে দুস্থ-গরীবের মধ্যে খাবার বিতরণ করে। উল্লেখ্য, পবিত্র আশুরার দিনে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছৈ এবং অনুরুপ ঘটার সম্ভাবনা রয়েছে।